সিন-প্লাস
আরক লাহমিনা
শক্তি বর্ধক ও
হার্বাল অ্যান্টিঅক্সিডেন্ট
উপাদান:
প্রতি ৫ মিলিতে ঘনীভূত জলীয় নির্যাস আকারে আছে ঃ
গাজর (মাঝের হাড় বা শক্ত অংশ বাদ দিয়ে) (Carrot) ২৫ গ্রাম
দারচিনি (Cinnamon) ৫ গ্রাম
সেব (আপেল) (Apple) ৫ গ্রাম
শাকাকুল মিছরী (Wild Parsnip) ১.২৫ গ্রাম
পানি (Water) ০.১৫০ লিটার
মোরগের চর্বিহীন মাংস (Checken Arq) ২০ গ্রাম
চড়–ইয়ের মাংস (Sparrow Arq) ৫ গ্রাম
এবং অন্যান্য সহায়ক উপাদান সমুহ পরিমাণ মতো
- যে রোগ ও উপসর্গে নির্দেশিত
- বৈজ্ঞানিক বিশ্লেষণ
- মাত্রা ও ব্যবহারবিধি
- পার্শ্ব প্রতিক্রিয়া
- সতর্কতা
- সংরক্ষণ
- পরিবেশনা
সাধারণ দুর্বলতা, যৌন-দুর্বলতা, পুষ্টিহীনতা, প্রোটিন ও ভিটামিন এ’র অভাব।
ন্টিবায়োটিক, ব্যাথ্যানাশক, ডাইরেটিক্স ইত্যাদি ঔষধ খেলে শরীর থেকে অনেক Elements এবং Trace Elements বের হয়ে যায় ফলে শরীর দুর্বল হয়ে যায়। এ ক্ষেত্রে সিরাপ সিন-প্লাস সেবনে ভালো ফল পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘‘এ’’ ভিটামিন ‘‘ই’’ রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়।
২-৪ চা চামচ ঔষধ দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ মতে সেব্য।
নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
যে কোন শীতল খাবার, পানীয়, শীতল পরিবেশ বর্জন করতে হবে।
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
১০০ ও ২০০ মিলি বোতল।
তথ্যসূত্র :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রকাশিত বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মূলারী ১৯৯৩ইং, দ্বিতীয় সংস্করণ ২০১১ অনুযায়ী উৎপাদন লাইসেন্স নং ইউ-১০০ এর অনুকুলে উৎপাদিত।
ডি এ আর নং ঃ ইউ-১৪৫-এ-০০৫