হায়সোলি
শরবত সানতারা
মূত্রকারক ও উষ্ণতা নিবারক
উপাদান:
প্রতি ৫ মিলিতে ঘনীভূত জলীয় নির্যাস আকারে আছে ঃ
খারে খসক (গাক্ষর কাঁটা) (Small Caltrops) ০.২ গ্রাম
বেগে বাদিয়ান (Foeniculum Vulgare) ০.১৫ গ্রাম
বাদিয়ান (মৌরি) (Fennel) ০.১৫ গ্রাম
গুলে নীলুফর (শাপলা ফুল) (Nymphaea Alba) ০.১৫ গ্রাম
রুব্বে সানতারা (Orange) ০.২৫ গ্রাম
এবং অন্যান্য সহায়ক উপাদান সমুহ পরিমাণ মতে
- যে রোগ ও উপসর্গে নির্দেশিত
- বৈজ্ঞানিক বিশ্লেষণ
- মাত্রা ও ব্যবহারবিধি
- পার্শ্ব প্রতিক্রিয়া
- সতর্কতা
- সংরক্ষণ
- পরিবেশনা
পিত্ত-প্রকোপ, মূত্রকৃচ্ছতা, উষ্ণতা, পিপাসাধিক্য, বিষাদ ও অস্থিরতায় কার্যকর।
হায়সোলি মূত্রকারক, জ্বর নিবারক ও প্রতিবন্ধকতা অপসারক, হায়সোলিতে ব্যবহৃত ভেষজ এর সক্রিয় উপাদান বিটেইন, কোলিন অসম্পৃক্ত বিলিরুবিন কে প্রস্রাবের সাথে বের করে দেয়। এছাড়া এর মধ্যস্থ সক্রিয় উপাদান সমূহ ইউ.টি.আই (টৎরহধৎু ঞৎধপঃ ওহভবপঃরড়হ), পাঁজরের নীচের দিকে দুই পাশে এবং তলপেটের ব্যাথা দূর করে। এছাড়াও এ উপাদান সমূহের পর্যাপ্ত উপক্ষার উপকারী ও অনুপকারী তেল ও এলকালয়েড শরীরের তাপ মাত্রা কমিয়ে শরীরকে ঠান্ডা রাখে।
প্রাপ্ত বয়স্ক ঃ ২-৪ চা চামচ দিনে ৩ বার। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।
২০০ ও ৪৫০ মিলি বোতল।
তথ্যসূত্র :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রকাশিত বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মূলারী ১৯৯৩ইং, দ্বিতীয় সংস্করণ ২০১১ অনুযায়ী উৎপাদন লাইসেন্স নং ইউ-১০০ এর অনুকুলে উৎপাদিত।
ডি এ আর নং ঃ ইউ-১৪৫-এ-০৪৮