আমলকী-এইচ
শরবত আমলা
কফ্ নিঃসারক ও বলকারক
উপাদান:
প্রতি ৫ মিলিতে ঘনীভূত জলীয় নির্যাস আকারে আছে ঃ
আমলা খুশ্ক ০.৫ মিগ্রা
ফিলফিল দরায ০.১ মিগ্রা
যাঞ্জাবিল ০.০৫ মিগ্রা
ফিলফিল্ সিয়াহ্ ০.০২ মিগ্রা
খারে খসক ০.০২ মিগ্রা
কাকড়াসিঙ্গী ০.০২ মিগ্রা
মূছলী সফেদ ০.০২ মিগ্রা
নারমুশক ০.০২ মিগ্রা
এবং অন্যান্য সহায়ক উপাদান সমুহ পরিমাণ মতে
- যে রোগ ও উপসর্গে নির্দেশিত
- বৈজ্ঞানিক বিশ্লেষণ
- মাত্রা ও ব্যবহারবিধি
- পার্শ্ব প্রতিক্রিয়া
- সতর্কতা
- সংরক্ষণ
- পরিবেশনা
শ্বাসকষ্ট, কাশ, সাধারণ দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, পরিপাকযন্ত্রের দুর্বলতা, অকাল বার্ধক্য, স্বরণশক্তির দুর্বলতা, শিশুদের কৃশতা, ভিটামিন-সি’র অভাব, হৃৎপিন্ডের শক্তিবর্ধক ও হজম শক্তি বর্ধক।
আমলকী-এইচ কষা কারক, রক্তের সংশোধক, অমল ও পিত্ত নাশক। এতে রয়েছে যাঞ্জাবীল যা পাকস্থলী ও লিভারের শক্তি বর্ধক, হজমকারক, বায়ুনাশক, স্বরণশক্তি বর্ধক, বাত নাশক, পক্ষাঘাত মস্তিস্কের দূষিত রস ও পেটের ক্রিমি দূর করে। কাকড়া সিংগী বলকারক ও পাকস্থলির শক্তি বর্ধক, মোটা কারক, জ্বর পিত্তজ্বর, বমিনাশক ও বাচ্চাদের অগ্নিমন্দা উদারময়ে উপকারী। এতে রয়েছে অশ্বগন্ধা যা জরায়ুর শক্তি বর্ধক, শ্বাস-কাশ-ব্রংকাইটিস, কোমর, বাত ব্যথায় উপকারী। করণফুল মনের প্রফুল্লতা আনায়ন, বেদনা নাশক, বায়ুনাশক, বুক ধড়ফর, ভয়, অবসাদ ও মুখের দূর্গন্ধ নাশক। দারুচিনিতে রয়েছে পধৎসরহধঃরাব ও ধৎড়সধঃরপ ঢ়ৎড়ঢ়বৎঃরংব যা পাকস্থলীর শক্তি বর্ধক, ক্ষুধা বর্ধক, বায়ু নিষ্কারক ও কাঠিন্যতা সৃষ্টি কারক, ধারক, উত্তেজক, বলকারক মস্তিস্ক ও হৃৎপিন্ডের শক্তিবর্ধক। কাবাবচিনী, নাগেম্বর ও অন্যান্য উপাদানে রয়েছে হৃৎপিন্ডের স্পন্দন বর্ধক, হজমকারক, ব্যাথা, বাত ব্যাথা, হাঁপানী, পাকস্থলী যকৃত ও হৃৎপিন্ডের শক্তি বর্ধক।
২-৪ চা চামচ (১০-২০) মিলি দৈনিক একবার অথবা চিকিৎসকের নির্দেশ মতে সেব্য।
নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।
১০০, ২০০ ও ৪৫০ মিলি/ পেট-বোতল।
তথ্যসূত্র :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রকাশিত বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মূলারী ১৯৯৩ইং, দ্বিতীয় সংস্করণ ২০১১ অনুযায়ী উৎপাদন লাইসেন্স নং ইউ-১০০ এর অনুকুলে উৎপাদিত।
ডি এ আর নং ঃ ইউ-১৪৫-এ-০৬৮