মেগাভিট প্লাস

আরক মাউল-লাহ্ম
প্রধান অঙ্গ সমুহের শক্তিবর্ধক

উপাদান:
প্রতি ৫ মিলিতে ঘনীভূত জলীয় নির্যাস আকারে আছে ঃ


চুবচিনি ০.৭ গ্রাম
বাদরজ্ঞাবুয়া ০.৫ গ্রাম
সমবুলত তীর ০.৫ গ্রাম
গুলে গাওজবান ০.৫ গ্রাম
উশনা (শৈলজ) ০.১ গ্রাম
উদহিন্দী ০.১ গ্রাম
হিলকালা ০.১ গ্রাম
বুরদা ছন্দল সুর্খ ০.১ গ্রাম
বর্গে রায়হান ০.১ গ্রাম

এবং অন্যান্য সহায়ক উপাদান সমুহ পরিমাণ মতে

SKU: U-145-A-003 Categories: ,

সাধারণ দুর্বলতা, ¯œায়বিক দুর্বলতা, রোগ পরবর্তী দুর্বলতা, লিভার ও মস্তিস্কের দুর্বলতা, রক্তস্বল্পতা, যৌন দুর্বলতা, বুক ধড়ফড় করা ক্ষুধামান্দা, বার্ধক্যজনিত দুর্বলতা, প্রসব পরবর্তী দুর্বলতা।

মাউল-লাহ্ম অর্থ মাংসের পানি। যাতে রয়েছে বিভিন্ন রকম মিনারেলস্ যা শরীরের বিভিন্ন রকম ঘাটতি পূরনে সহায়তা করে। এতে রয়েছে করণফুল, দারুচিনি, কাবাবচিনি যা শরীরের প্রফুল্লতা আনায়ন, পাকস্থলীর শক্তি বর্ধক, ক্ষুধা বর্ধক, বুক ধড়ফড়, ভয়, অবসাদ, বেদনা নাশক, প্লীহা রোগ ইত্যাদি দূর করতে সহায়তা করে। ম্ত্রূকৃচ্ছতা, মল-পরিষ্কারক, পেট ফাঁপা ইত্যাদি দূর করতে বাদিয়ান কার্যকর। সোনাপাতা হজমকারক, মৃদু বিরেচক, শৈলজ লিভারের বিভিন্ন সমস্যা, আলসার ও হাইপার লিপিডেমিয়া দূর করতে সহায়তা করে। জটামাংসী-অবসাদ ও মাথাব্যাথা দূর করে। তুলসী কিডনিতে পাথর, ঠান্ডা, পেটব্যাথা, শ্বাসতন্ত্রের কষ্ট লাঘব করতে সহায়ক ভূমিকা পালন করে। চুবচিনি ঠান্ডা, কফ্ ও মূত্রের দূর্গন্ধ দূরীভূত করতে সাহায্য করে। ইহা উদ্ভিদ ও প্রাণীজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত যা সুষম খাদ্যের উত্তম পরিপূরক এবং ইহা বৃদ্ধদের জন্য বাড়তি শক্তি যোগায়।

৪ চা চামচ প্রতিদিন ২বার অথবা চিকিৎসকের নির্দেশ মতে সেব্য।

নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।

১০০, ২০০ ও ৪৫০ মিলি/ পেট-বোতল।

তথ্যসূত্র :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রকাশিত বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মূলারী ১৯৯৩ইং, দ্বিতীয় সংস্করণ ২০১১ অনুযায়ী উৎপাদন লাইসেন্স নং ইউ-১০০ এর অনুকুলে উৎপাদিত।
ডি এ আর নং ঃ ইউ-১৪৫-এ-০২৪