পিয়াম
আরক পুদিনা
পরিপাকতন্ত্রের শক্তিবর্ধক
পুদিনা খুশক ( Mentha piperita ) ২৫.০০ মি.গ্রা
উপাদান:
প্রতি ৫ মিলিতে ঘনীভূত জলীয় নির্যাস আকারে আছে ঃ
এবং অন্যান্য সহায়ক উপাদান সমুহ পরিমাণ মতে
- যে রোগ ও উপসর্গে নির্দেশিত
- বৈজ্ঞানিক বিশ্লেষণ
- মাত্রা ও ব্যবহারবিধি
- পার্শ্ব প্রতিক্রিয়া
- সতর্কতা
- সংরক্ষণ
- পরিবেশনা
সিরাপ পিয়ামের প্রধান উপাদান পুদিনা পাতা এবং প্রধান কার্যকরী উপাদান সমুহের মধ্যে রয়েছে মেনথল, মেনথন, মিথাইল এসিটেন্ট। এছাড়া এতে প্রচুর পরিমাণে উদ্বায়ী তেল রয়েছে। ইহা বদহজম, পেটফাঁপা, আই. বি. এস বিশেষ ভাবে কাজ করে। ইহা ব্রেইন টনিক হিসাবে কাজ করে। পিয়াম হেপাটিক গোলযোগে কাজ করে। হাল্কা গরম পানি, ২ চা চামচ করে মিশ্রিত করে সেবন করলে সর্দি, ঠান্ডা কাঁশিতে কাজ করে।
২-৪ চা চামচ ঔষধ দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ মতে সেব্য।
নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।
১০০, ২০০ ও ৪৫০ মিলি বোতল।