সিভারজিন
আরক নানখা
পেট ফাঁপা ও বায়ুজনিত
পেট ব্যথা নিবারক
উপাদান:
প্রতি ৫ মিলিতে ঘনীভূত জলীয় নির্যাস আকারে আছে ঃ
নানখাহ্ (Trachys Prmum ammi) ৩.৫০ মি,গ্রা
খুলঞ্জান (Alpiria galanga) ০.১৭৫ মি.গ্রা
যরনব (Flacourtia Cataphraeta) ০.১৭৫ মি.গ্রা
যরম্বাদ (Zingibar Zerenben) ০.১৭৫ মি.গ্রা
আরক গোলাব (Arque Rosa damascena) ১.৫০ মিলি
এবং অন্যান্য সহায়ক উপাদান সমুহ পরিমাণ মতে
- যে রোগ ও উপসর্গে নির্দেশিত
- বৈজ্ঞানিক বিশ্লেষণ
- মাত্রা ও ব্যবহারবিধি
- পার্শ্ব প্রতিক্রিয়া
- সতর্কতা
- সংরক্ষণ
- পরিবেশনা
সিরাপ রিপারে রয়েছে নানখাছ, খুলঞ্জান, খরনব ইত্যাদি ঔষধি উদ্ভিদ। এগুলো প্রচুর পরিমাণে ভলাটাইল ওয়েল রয়েছে, যা হজম কারক, বায়ু নাশক এবং পিত্ত নিঃসরনকে বাড়িয়ে দেয়। ফলে ক্ষুদ্রান্ত ও বৃহাদন্তের ভাঁজ গুলি ভিজে যায় এবং পিচ্ছিল হয়ে যায়। এবং মল সহজেই শরীর থেকে বের হয়ে যায়।
প্রাপ্ত বয়স্ক ২-৪ চা চামচ দিনে ৩ বার অথবা চিকিৎসকের নির্দেশ মতে সেব্য।
নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
চর্বিজাত ও তৈলাক্ত খাবার বর্জনীয়।
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
১০০ ও ২০০ মিলি বোতল।